Migrant Worker কেরালায় কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি হল রানিনগরের এক পরিযায়ী শ্রমিকের। শনিবার দুপুরে গাছ কাটার সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, রানিনগর থানার জিন্নাতপাড়া এলাকার বাসিন্দা ৩৫ বছরের আনারুল সেখ চার মাস আগে জীবিকার সন্ধানে কেরালায় যান। সেখানে গাছ কাটার কাজ করতেন তিনি। শনিবার দুপুরে কাজ করার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান আনারুল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
Migrant Worker এই দুঃসংবাদ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে দিশেহারা স্ত্রী-সন্তানেরা। জানা গিয়েছে, দুই মেয়ের বিয়ের ভবিষ্যৎ-এর জন্যই ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন আনারুল। তবে আর তা হয়ে উঠল না। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। স্থানীয় বাসিন্দারাও দুঃখপ্রকাশ করেছেন। সরকারের তরফে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা।