Mamata Banerjee বহরমপুরে নামলেন মুখ্যমন্ত্রী। ক্ষতিপূরণ না নিলে কী করবেন ?

Published By: Imagine Desk | Published On:

Mamata Banerjee  বহরমপুরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ১ টায়  মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বহরমপুরে নামে। সামসেরগঞ্জ Samserganj  ধূলিয়ানে গিয়ে ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করা, ক্ষতিপূরণের চেক দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তবে মুখ্যমন্ত্রীর সফরের আগেই জেলা ছেড়েছেন মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই কোথায়  সামসেরগঞ্জের জাফরাবাদের ঘটনায় মৃত  হরগোবিন্দ দাসের স্ত্রী  এবং আরেক নিহত  চন্দন দাসের স্ত্রী । তবে কি তাঁরা ক্ষতিপূরণ নেবেন না ? মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে এই প্রশ্নের জবাব দিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলায় ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে রওনা দেন তিনি । কপ্টারে ওঠার আগে সাংবাদিকদের জানিয়েছেন , মুর্শিদাবাদে গিয়ে হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি কথা বলবেন। কেউ ক্ষতিপূরণের টাকা না-নিলে তাঁর কিছু করার নেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী  মমতা বলেছেন , ‘‘রাজ্য সরকারের ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল। আমরা তা দিতেই যাচ্ছিলাম। কেউ টাকা না নিতে চাইলে সেটা তো আমাদের হাতে নেই।’’

Mamata Banerjee NEWS  আরও পড়ুণঃ সামসেরগঞ্জের হরগোবিন্দ দাসের স্ত্রী, বৌমা কোথায় ?

Mamata Banerjee দুদিনের সফরে মুর্শিদাবাদে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার দুপুরে  বহরমপুর ব্যারাকস্কোয়ারে নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। এদিন বহরমপুর সার্কিট হাউসে তার রাত্রি যাপন করার কথা। মঙ্গলবার সামশেরগঞ্জ, ধুলিয়ান ও সুতিতে ক্ষতিগ্রস্থ এলাকায় যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে কথা বলবেন। এরপর ওই দিনই দুপুরে সুতির ছাবঘাটি স্কুলের মাঠে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রীর।

উল্লেখ্য,  রাজ্য সরকারের ঘোষিত ১০ লক্ষ করে ক্ষতিপূরণের চেক বারবার ফিরিয়ে দিয়েছেন সামসেরগঞ্জ থানার  জাফরাবাদের হরগোবিন্দ দাস ও চন্দন দাসের  পরিবার। যদিও    গত ২৬ এপ্রিল    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর Suvendu Adhikari কাছ থেকে  চেক গ্রহণ করেছেন তাঁরা । মুখ্যমন্ত্রীর সফরের আগেই জেলা ছেড়েছেন হরগোবিন্দ দাসের স্ত্রী  ও চন্দন দাসের স্ত্রী। বর্তমানে বিজেপি নেতাদের হেফাজতেই রয়েছেন তাঁরা।