Mamata Banerjee মুর্শিদাবাদ সফরে এসে প্রথমেই সদর শহর বহরমপুরে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে নেমেই সোজা জেলা প্রশাসনিক ভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। প্রশাসনিক ভবন চত্বরেই আচমকাই Murshidabad Zilla Regulated Market Committee র দপ্তরের সামনে দাঁড়ান মুখ্যমন্ত্রী। অফিসের ভেতরেই বসার ইচ্ছে প্রকাশ করেন। এরপর সেখানেই মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন রাজ্য ও জেলা পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা। ছিলেন জনপ্রতিনিধিদের একাংশও। দীর্ঘক্ষণ ধরে সেখানেই চলে বৈঠক।
Mamata Banerjee দুদিনের মুর্শিদাবাদ জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ১ টা নাগাদ বহরমপুরে ব্যারাক স্কোয়ারে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতীর্ণ হয়। কড়া নিরাপত্তার মধ্যেই ব্যারাক স্কোয়ার থেকেই সোজা মুখ্যমন্ত্রী পৌঁছন জেলা প্রশাসনিক ভবনে।
Mamata Banerjee এদিন বহরমপুরে সার্কিট হাউসে মুখ্যমন্ত্রীর রাত্রীযাপন করার কথা। মঙ্গলবার সামশেরগঞ্জ, ধুলিয়ান ও সুতিতে ক্ষতিগ্রস্থ এলাকায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী, এমনটাই জেলা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সেখানে ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে কথা বলবেন। এরপর ওই দিনই দুপুরে সুতির ছাবঘাটি স্কুলের মাঠে সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এদিন হেলিপ্যান্ডে মুখ্যমন্ত্রীতে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব , অসংখ্য অনুগামী।