MahaKumbh Stampede 2025 মহাকুম্ভে মহাবিপর্যয়! গভীর রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড পড়ে। এই ঘটনায় হুড়োহুড়িতে পদপিষ্ট হলেন অসংখ্য। প্রাণ গেল, আহত হলেন প্রচুর মানুষ। দুর্ঘটনা নিয়েই সরগরম রাজনৈতিক মহল। সমালোচনায় সরব কংগ্রেস। সরব হয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
MahaKumbh Stampede 2025 কী বললেন অধীর?
MahaKumbh Stampede 2025 বুধবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর বলেন, ” কুম্ভ মেলা যারা পরিচালনা করছেন তাদের তরফ থেকে সারা দেশ জুড়ে যেভাবে প্রচার হয়েছে তাতে মানুষের ঢল নামবে এটা খুব স্বাভাবিক ছিল। অপ্রত্যাশিত কিছু ছিল না। কারণ, এটা মহাকুম্ভ। মহাকুম্ভ তাকেই বলে যেটা ১৪৪ বছরে একবার হওয়ার সম্ভাবনা আছে। এটা আজ নয়! বছর খানেকের উপর এটার প্রস্তুতি চলছে।”

MahaKumbh Stampede 2025 প্রশ্ন তোলেন সরকারি ব্যবস্থাপনা নিয়ে। বলেন- ” কেন আজকে এই দুরাবস্থা হল? কেন ব্যবস্থাপনার ত্রুটি থাকল? আজকে উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। এত কিছু ব্যবস্থাপনার পর যোগী সেখানে স্লোগান দিচ্ছে- আস্থার পাশাপাশি অর্থ ব্যবস্থা! তাহলে কি অর্থ ব্যবস্থার দিকে বেশী নজর ছিল? আস্থাবানদের ভালোমন্দের উপর নজর কম ছিল? একটা রাজ্যর মুখ্যমন্ত্রী যদি বলেন- আস্থার পাশে অর্থ ব্যবস্থা- তাহলে সেখানে অর্থকে গুরুত্ব দেওয়া হয়, মানুষের সুবিধা অসুবিধাকে গুরুত্ব দেওয়া হয়না। তাই আজকে এত বড় বিপর্যয় হয়ে বলে মনে করি”।
MahaKumbh Stampede 2025 ইতিহাস কী বলছে?
MahaKumbh Stampede 2025 এর আগেও বহুবার ঘটেছে দুর্ঘটনা। সালটা ১৯৫৪। স্বাধীনতার পরে প্রথম কুম্ভ। সেটিও ছিল প্রয়াগরাজ (সেই সময়ে এলাহাবাদে) সেখানে ঘটেছিল মর্মান্তিক দুর্ঘটনা। দিনটি ছিল ৩ ফেব্রুয়ারি, সেই মৌনী অমাবস্যা। নদীর জলে ডুবে এবং পদপিষ্ট হয়ে সেবার প্রাণ হারিয়েছিলেন প্রায় ৮০০ মানুষ! ১৯৮৬ সালেও ঘটেছিল দুর্ঘটনা! স্থান হরিদ্বার। ২০০ মানুষের মৃত্যু ঘটেছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেদিন মেলায় এসেছিলেন। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের স্নান সাময়িক স্থগিত করা হয়েছিল। ব্যস! মুহূর্তে মানুষ উদ্বেল হয়ে উঠে ধাক্কাধাক্কি শুরু করে দেন। আর তারপরই এই মৃত্যুমিছিল! ২০০৩ সাল! মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদীর তীরে বসেছিল কুম্ভ মেলা। ঠেলাঠেলিতে অন্তত ৩৯ জনের মৃত্যু, ১০০ জন আহত হয়েছিলেন।এর ১০ বছর পরে, ২০১৩ সালে এলাহাবাদে কুম্ভমেলা! সেবার মেলা চত্বরে নয়, রেলব্রিজ ভেঙে পড়ে মৃত্যু ঘটেছিল ৪২ জনের, ৪৫ জন আহত হয়েছিলেন।
MahaKumbh Stampede 2025 প্রায় একযুগ পরে ২০২৫ সাল! ফের মেলাচত্বরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। স্বজনহারা হল বহু পরিবার।