Mahakumbh 2025 মহাকুম্ভে করুণ পরিণতি চাওয়ালার, শোকে পাথর মুর্শিদাবাদের নিমতিতা

Published By: Imagine Desk | Published On:

Mahakumbh 2025 এলাকায় ঘুরে ঘুরে আচার বিক্রি করতেন। ভেবেছিলেন মহাকুম্ভে গিয়ে জীবনের চাকাও ঘুরবে। যেমন ভাবনা তেমনই কাজ। এক সপ্তাহ আগেই মুর্শিদাবাদ থেকে সোজা চলে যান প্রয়াগরাজ। বাড়িতে রেখে যান বৃদ্ধ মা, বাবা, স্ত্রী, তিন মেয়েকে। দিন কয়েক ধরে কুম্ভ মেলায় চা বিক্রি করছিলেন ভালোই। ভালোই চলছিল ব্যবসা। দু পয়সা রোজগারও হচ্ছিল। কিন্তু কুম্ভেই ঘটে গেল মহা বিপদ।

Mahakumbh 2025 কুম্ভ মেলায় গিয়ে প্রাণ হারালেন সামশেরগঞ্জেনিমতিতার বাসিন্দা বছর চল্লিশের রঞ্জন বিশ্বাস। ১৩ ই ফেব্রুয়ারি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ যায় তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ খানেক আগেই রঞ্জন বিশ্বাস কুম্ভ মেলায় চা বিক্রি করতে গিয়েছিলেন।

Mahakumbh 2025 কীভাবে ঘটে গেল দুর্ঘটনা?

Mahakumbh 2025 পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রয়াগরাজের ঘোরপুরে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে কাজ সেরে ঘরে ফিরে রাস্তার ধারে চায়ের কেটলি ধোঁয়ার সময় একটি বাইক ধাক্কা দেয় তাঁকে।  গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Mahakumbh 2025  শোকে পাথর পরিবার-

Mahakumbh 2025 মৃত্যু সংবাদ নিমতিতার বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পরেন পরিবারের সদস্যরা। শোকে কাতর বৃদ্ধ মা, বাবা। তিন মেয়ে বাবাকে হারিয়ে অসহায়। চোখের জল শুঁকিয়েছে স্ত্রীর। পাড়া , প্রতিবেশীরা রঞ্জন বিশ্বাসের বাড়িতে ভিড় করেন। এমন পরিণতি হবে কল্পনাও করতে পারছে না কেউই। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন রঞ্জন। পরিবারের জন্যই গিয়েছিলেন কুম্ভ মেলায়। সেখানেই মহাবিপর্যয়ে অকালে হারালেন প্রাণ।

Mahakumbh 2025 কীভাবে ফিরবে দেহ?

Mahakumbh 2025 এখন মৃতদেহ বাড়ি ফেরার অপেক্ষা করছেন পরিবার, পরিজনেরা। মৃতের এক প্রতিবেশী অংকন হালদার জানান, চা বিক্রির জন্য কুম্ভ মেলায় গিয়েছিল। চা বিক্রি করে ফিরে আসে ঘরে। রাস্তার ধারে চায়ের কেটলি ধোঁয়ার সময় একটি বাইক এসে ধাক্কা দেয়। মাথার পেছনে আঘাত লাগে গুরুতর। ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় প্রশাসন বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে। নানা জটিলতায় আটকে আছে দেহ। জটিলতা কাটিয়ে দ্রুত মৃতদেহ গ্রামে ফেরার অপেক্ষায় রয়েছে সকলেই।