Madhyamik Result মাধ্যমিকের মেধাতালিকায় মুর্শিদাবাদ শুন্য ! পরপর ৩ বার !

Published By: Imagine Desk | Published On:

Madhyamik Result পরপর তিন বছর মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় নেই মুর্শিদাবাদ জেলার Murshidabad District  কোনও পরীক্ষার্থী। ২০২৩ সালের এবং ২০২৪ সালের মাধ্যমিকেও পর্ষদ The West Bengal Board of Secondary Education থেকে ঘোষিত মেধাতালিকায় মুর্শিদাবাদ জেলার কোনও পরীক্ষার্থীর নাম ছিল না। এই বছর ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে শুক্রবার। সেই মেধাতালিকাতেও মুর্শিদাবাদ জেলার কোনও পড়ুয়ার নাম নেই। এই বছর প্রথম দশের মেধাতালিকায় নাম রয়েছে ৬৬ জনের। তবে সেই তালিকা মুর্শিদাবাদ শুন্য।

Madhyamik Result এই বছর মাধ্যমিকে  প্রথম হয়েছে রায়গঞ্জের অদৃত সরকার।

সে পেয়েছে ৬৯৬ নম্বর।  ২০২৫ সালে রাজ্যে  মাধ্যমিক পরীক্ষায় মোট ৯,৮৪,৭৫৩ জন নাম নথিভুক্ত করেছিল । এদের মধ্যে ছাত্র ৪,২৮,৮০৩ জন এবং ছাত্রী ৫,৫৫,৯৫০। গত বছরের তুলনায় এ বছরের মাধ্যমিকে ৬৫ হাজারের বেশি পড়ুয়া পরীক্ষা দিয়েছে।