LPG Cylinders Price hiked পেট্রল-ডিজেলের পর এবার ঊর্ধ্বমুখী রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। দাম বাড়ল আবার। ৮ ই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকেই সিলিন্ডার প্রতি দাম বাড়ছে ৫০ টাকা। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের।
LPG Cylinders Price hiked জানা গিয়েছে, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী সোমবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৫০০ টাকা দিতে হত। দামবৃদ্ধির ফলে তাঁদের ৫৫০ টাকা করে দিতে হবে। আর ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৮০৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৫৩ টাকা। স্বাভাবিক ভাবেই মূল্য বৃদ্ধির বাজারে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় হেঁশেলে প্রভাব মধ্যবিত্তের।