Lalgola Road Safety Campaign সচেতনতার বার্তা নিয়ে পথে কলেজ পড়ুয়ারা

Published By: Imagine Desk | Published On:

Lalgola Road Safety Campaign হেলমেট পরে বাইক চালান। এই বার্তা দিতেই পুলিশের সাথে পদযাত্রায় পা মেলালেন কলেজ পড়ুয়ারা। পথনিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ থেকে পথচারীদের সচেতন করতে মঙ্গলবার সকালে পথে নামেন লালগোলা থানার পুলিশ কর্মীরা। পুলিশের সাথে কর্মসূচীতে সামিল হলেন লালগোলা কলেজের পড়ুয়ারাও। এদিন নেতাজী মোড় থেকে পাহাড়পুর মোড় পর্যন্ত র‍্যালি হয়। রাল্যির পাশাপাশি পথচলতি বাইক চালকদের আটকে হেলমেট পরতে অনুরোধ করা হয়। সম্প্রতি লালগোলায় একের পর এক বাইক দুর্ঘটনা ঘটেছে। প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। পথ দুর্ঘটনার ক্ষেত্রে লক্ষনীয় চূড়ান্ত অসাবধানতা। হেলমেট না পরা। ফলে দুর্ঘটনার হার কমাতে তরুণ প্রজন্মকে নিয়েই সচেতনতার পাঠ পুলিশ কর্মীদের।

Lalgola Road Safety Campaign এদিনের কর্মসূচি নিয়ে লালগোলা কলেজের এক ছাত্র ইকতাশিমূল হক জানান, পুলিশের সহায়তা সাধারন মানুষকে সচেতন করতে এই র‍্যালির আয়োজন করা হয়েছে। যুবকদের বাইক চালানোর সময় হেলমেট পরার জন্য বলা হচ্ছে। যাতে দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি না হয়।