Lalgola BSF রাতের অন্ধকারে লালগোলা সীমান্তে পাচার রুখল বিএসএফ

Published By: Imagine Desk | Published On:

Lalgola BSF ভারত- বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের লালগোলা। সীমান্তেই এবার পাচার রুখে দিল বিএসএফ। উদ্ধার হল কোটি টাকার হেরোইন। যদিও পালিয়ে যায় পাচারকারীরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে লালগোলার মানিকচক এলাকায় সীমান্তে বেশ কয়েকজন সন্দেহভাজনের গতিবিধি সামনে আসে।

Lalgola BSF পাচারকারীদের ধাওয়া করতেই পালিয়ে যায় এলাকা থেকে, এমনটাই দাবি সীমান্ত রক্ষা বাহিনীর । যদিও ঘটনাস্থল থেকে বিএসএফের ১৪৯ এর জি ব্রাঞ্চের জওয়ানেরা উদ্ধার করে একটি বস্তা। সেই বস্তা থেকেই উদ্ধার হয় ২ কেজি ৩০৬ গ্রাম হেরোইন, বেশ কিছু ওষুধ ও মোবাইল ফোন। শনিবার উদ্ধার হওয়া মাদক সহ অন্যান্য সরঞ্জাম লালগোলা থানাকে হস্তান্তর করে বিএসএফ।