Lalgola Bikeকলেজের নবীনবরণের অনুষ্ঠান দেখে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে লালগোলা থানার দেওয়ানসরাই নিমতলা এলাকায়। মৃত দুই যুবকের নাম রবিউল ইসলাম এবং মনিরুল চৌধুরী । তারা দুজনেই লালগোলা থানার Lalgola Police Station চুয়াপুকুর গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার রাতে লালগোলা কলেজের নবীনবরণের অনুষ্ঠান শেষে রবিউল ও মনিরুল মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন এবং মাথায় হেলমেটও ছিল না। দেওয়ানসরাই নিমতলা এলাকায় পৌঁছাতেই আচমকা একটি সাইকেল সামনে চলে আসে। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা।
Lalgola Bike ঠিক কী কী হয়েছিল ?
ধাক্কার ফলে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান রবিউল ও মনিরুল। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে Krishnapur Rural Hospital নিয়ে যায়। তবে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।