Khargram News আবারও পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে। এবার ঘটনাস্থল খড়গ্রামের নগর। নগরের সন্ন্যাসীতলায় মেলায় যাওয়ার উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিল পাড়া প্রতিবেশীরা। লছিমনটি নগর হাসপাতালের কাছে পৌঁছতেই পেছন থেকে একটি চার চাকা গাড়ি সজোরে এসে ধাক্কা দেয়। দুর্ঘটনার কবলে পড়ে আহত হন লছিমনে থাকা মহিলা, শিশু সহ যাত্রীরা। আহতদের মধ্যে এক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক।
Khargram News কখন ঘটে এই দুর্ঘটনা?
Khargram News স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে লছিমনে চেপে প্রায় ১০ জন যাত্রী মেলা দেখতে যাচ্ছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় কারও চোখে, কারও মুখে, কারও পায়ে আঘাত লাগে গুরুতর। জ্ঞ্যান হারায় এক কিশোরী। যদিও দুর্ঘটনার পর চার চাকা গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক। স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে প্রথমে খড়গ্রাম হাসপাতালে নিয়ে যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত এক যাত্রী বলেন, ‘ লছিমনে চেপে মেলা দেখতে যাচ্ছিলাম। পেছন থেকে একটি চার চাকা গাড়ি এসে ধাক্কা দেয়। নগর হাসপাতালের কাছেই ঘটে দুর্ঘটনা। এভাবে বিপদ ঘটে যাবে বুঝতেও পারিনি। আতঙ্ক কাটছে না। কোনরকমে প্রাণে বেঁচে আছি। বাচ্চাদের অবস্থা ভালো নেই’।