Kandi Rudradeb প্রথা মেনে কান্দিতে রুদ্রদেবের হোম শুরু

Published By: Imagine Desk | Published On:

Kandi Rudradeb প্রাচীন রীতি মেনে রুদ্রদেবের হোম উৎসবে মাতলেন কান্দির বাসিন্দারা। চৈত্র সংক্রান্তিতে পালিত হয় রুদ্রদেবের হোম উৎসব। রবিবার সকাল থেকেই হোম উৎসবে সামিল হলেন বহু মানুষ। এদিন কান্দি রুদ্রদেব মন্দিরে চিরা চরিত প্রথা মেনে মরার মাথা নিয়ে নাচ করলেন ভক্তরা। রীতি মেনে মন্দির থেকে রুদ্রদেবকে একদিনের জন্য পালকি করে কান্দি শহর পরিক্রমা করানো হয় ও তারপরে হোমতলায় নিয়ে গিয়ে রাখা হয়।

 

Kandi Rudradeb  শুধু কান্দি নয় এই রুদ্রদেবের হোম উৎসবে ঘিরে জেলার বিভিন্ন জায়গা থেকে কান্দিতে আসেন অনেকে। ঐতিহ্যবাহী রুদ্রদেবের হোমকে ঘিরে হাজার হাজার মানুষ উৎসবে সামিল হন। রীতি মেনে নানা অনুষ্ঠান চলে রুদ্রদেবের হোমে। এদিন দিনভর রুদ্রদেব হোমতলায় থাকার পর সোমবার সকালে আবার রুদ্রদেব মন্দিরে নিয়ে যাওয়া হবে।