Kandi Raj College ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগে বিশেষ উদ্যোগ। কলেজ ছাত্রীদের স্বনির্ভতার লক্ষ্যে কান্দি রাজ কলেজে হস্তশিল্প প্রদর্শনী ও মেলা। শুধু পড়াশোনা নয় সাথে ছাত্রীদের স্বাবলম্বী করে তুলতে নারী দিবসের প্রাক্কালে শুক্রবার কলেজ প্রাঙ্গণে এই হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হল। এই মেলার নাম দেওয়া হয়েছে উর্জা Oorja- ২। ২০২৪ সালের জানুয়ারীতে হয়েছিল উর্জা ১ ।
Kandi Raj College কান্দি রাজ কলেজের অধ্যক্ষা ডঃ সোমা দত্ত জানান, আন্তর্জাতিক নারী দিবস International Women’s Day 2025 উপলক্ষে ছাত্রীরা হাতের কাজের প্রদর্শনী করেছে। মেয়েরা নিজেরাই বানিয়েছে। ‘ উর্জা’ কথার অর্থ হল ক্ষমতায়ন। মেলা থেকে যা উপার্জন হবে সবটাই ছাত্রীদেরই, কলেজ হস্তক্ষেপ করবে না। অধ্যাপিকারা ছাত্রীদের উৎসাহ যুগিয়েছেন। উদ্দ্যেশ্য হল- কলেজ থেকে মহকুমা, জেলাস্তর, রাজ্যস্তর, জাতীয়স্তরেও যাতে মেয়েরা পৌঁছতে পারে, স্বনির্ভর হতে পারে, সেই জনই পাশে থাকা।
Kandi Raj College ছাত্রীরা কিছুটা বাড়িতে কিছুটা কলেজের মধ্যে হস্তশিল্প তৈরি করে স্টল দিয়েছে। একদিনের এই প্রদর্শনীতে অনেকেই নিজের পছন্দের সামগ্রী কিনলেন স্টল থেকে। অধ্যাপিকা শর্বরী ঘোষ জানান, পড়াশোনার সাথেই অন্যান্য কাজেও পারদর্শী হতে হবে। সেক্ষেত্রে হাতের কাজ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ছাত্রীদের উৎসাহ জোগানো হয়েছে। আগামী দিনেও যাতে তারা মনের খুশিতে নিজেদের ইচ্ছেমতো কাজে নিযুক্ত হতে পারে, সেটাই লক্ষ্য।