Kandi News তৃণমূল সুপ্রিমোর নির্দেশেই পরই ভুতুরে ভোটার চিহ্নিত করতে কান্দিতে পথে নামল তৃণমূল কংগ্রেস। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের আগে ‘ভুতুরে ভোটার’ ধরতে কান্দিতে বাড়ি বাড়ি ঘুরলেন চেয়ারম্যান জয়দেব ঘটক সহ কাউন্সিলর ও তৃণমূল কর্মীরা। শনিবার সকাল থেকেই কান্দির দোহালিয়া বাইপাস এলাকা ও কান্দি পৌরসভার অন্তর্গত ২নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট যাচাই করলেন তৃণমূল নেতৃত্ব।
Kandi News কী বললেন চেয়ারম্যান?
Kandi News কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, জেলা সভাপতির নির্দেশে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলাররা স্থানীয় সদস্যদের নিয়ে বাড়ি বাড়ি যাচাই বা স্ক্রুটিনি করছেন। একই সাথে জনসংযোগ হচ্ছে। সুবিধা, অসুবিধা থাকলে শোনা হচ্ছে। ভুতুরে ভোটার চিহ্নিত করার সাথেই জনসংযোগ বাড়িয়ে দলের বক্তব্য তুলে ধরা হচ্ছে মানুষের দরবারে।’
Kandi News গত ২৬শে ফেব্রুয়ারী কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলীয় বৈঠক থেকে ভুয়ো ভোটার চিহ্নিত করতে দলীয় নেতা কর্মীদের ময়দানে নামার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই ময়দানে নেমেছেন তৃণমূল নেতা, কর্মীরা।
Kandi News যদিও এই কর্মসূচীকে স্রেফ প্রচারের হাতিয়ার তকমা দিচ্ছে বিরোধী শিবির।