Kandi News জনবহুল রাস্তায় বেপরোয়া গতির ট্রাক্টরের রীতিমতো তাণ্ডব চলল। তাণ্ডবে কেউ হারালেন পা, কেউ আহত হলেন গুরুতর। ট্রাক্টরের দৌরাত্মে দৌড়ে প্রাণে বাঁচলেন কেউ কেউ। তুলকালাম কাণ্ড কান্দিতে। নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া ট্রাক্টর ঢুকে পড়ল রাস্তার পাশে চপের দোকানে। ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হলেন দোকানে দাঁড়িয়ে থাকা ৬ জন। শুক্রবার সকালে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল কান্দির মাধুনিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাধুনিয়া মোড়ে একটি চপের দোকানে অনেকেই খাওয়া দাওয়া করছিলেন। সেই সময় একটি সিমেন্ট বোঝাই ট্রাক্টর পথচারীদের ধাক্কা মেরে দোকানে ঢুকে যায়।
Kandi News প্রত্যক্ষদর্শী এক গাড়ি চালক সত্যজিৎ মণ্ডল জানান, বহরমপুর থেকে কান্দি মার্বেল বোঝাই গাড়ি নিয়ে এসেছিলেন। মুড়ি খেতে দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। আচমকাই বেপরোয়া এক ট্রাক্টর চালক প্রথমে স্কুটিতে ধাক্কা দেয়, তারপর টোটো এবং শেষে সোজা চপের দোকানে এসে সজোরে ধাক্কা দেয়। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পায়ের পাতা কেটে যায় এক জনের। গুরুতর আহত হন ৬ জন।
Kandi News স্থানীয়রা বলছেন, প্রাণ হাতে নিয়ে চলা ফেরা করতে হয়। জনবহুল রাস্তা হলেও বেপরোয়া গতিতে গাড়ি যাতায়াত করে। দাবি, অবিলম্বাবে রাস্তার ওপর বাম্পার দিয়ে গাড়ির স্পিড রোখা হোক। তা না হলে এভাবেই বিপদে পড়বেন স্থানীয় মানুষজন।
Kandi News আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ঘাতক ট্রাক্টরটিকে আটকে রাখে ক্ষুব্ধ জনতা। যদিও পালিয়ে যায় চালক। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। দুর্ঘটনা রোধে উপযুক্ত ব্যবস্থার দাবি স্থানীয় বাসিন্দাদের।