Kandi News পয়লা বৈশাখে রক্তদান শিবির কান্দিতে

Published By: Imagine Desk | Published On:

Kandi News পয়লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কান্দিতে। কান্দি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং কান্দি ব্লক তৃণমূল কংগ্রেস সমবায় কর্মচারী ফেডারেশনের পরিচালনায় রক্তদান শিবির হল মঙ্গলবার দুপুরে। শিবির ঘুরে দেখলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। মহিলা, পুরুষ নির্বিশেষে এদিন স্বেচ্ছায় রক্তদান করেন।

Kandi News কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, ‘ পয়লা বৈশাখ বাঙালির জীবনে অন্যতম দিন। এই দিনটিকে মুখ্যমন্ত্রী ‘বাংলা দিবস’ হিসেবে অফিশিয়ালি ঘোষণা করেছেন। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাসকে সামনে রেখে বাংলা দিবস ঘোষণা হয়েছে। আজ গোটা দিন কান্দি নয় গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে এই অনুষ্ঠান পালিত হচ্ছে। কান্দিরে শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস রক্তদানের মধ্য দিয়ে দিনটি শুরু করে। এই দিনটিকে উৎসব হিসেবে পালন করা হচ্ছে। শুধু উন্নয়ন নয়, সাংস্কৃতিক মেধাকে এগিয়ে দেওয়াই লক্ষ্য।’