Kandi Municipality ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করেন নির্মল বন্ধুরা। সকাল সকাল পৌর এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বাড়ির আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হাঁকডাক দেন। কিন্তু অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়। নির্মল বন্ধুদের ডাকে সাড়া দেন না অনেকেই। ফলে আবর্জনা নিতে সমস্যায় পরেন পৌরসভার সাফাই কর্মীরা। এবার নির্মল বন্ধুদের সমস্যা দূর করতে নেওয়া হল বিশেষ উদ্যোগ। বাড়ি বাড়ি দরজায় কড়া না নেড়ে এবার মাইকে ডাক দেবেন নির্মল বন্ধুরা!
Kandi Municipality সেই বন্দোবস্ত করে দিল কান্দি পৌরসভা। নির্মল বন্ধুদের হাতে তুলে দেওয়া হল হ্যান্ড মাইক। মঙ্গলবার কান্দি পৌরসভায় হ্যান্ড মাইক বিতরণ হল। কান্দির বিধায়ক অপূর্ব সরকারের উপস্থিতিতে, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলাররা নির্মল বন্ধদের হাতে তুলে দিলেন হ্যান্ড মাইক। মাইক পেয়ে খুশি কর্মীরা।
Kandi Municipality কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানান, নির্মল বন্ধুদের কাজের সুবিধার জন্য এই হ্যান্ড মাইক তুলে দেওয়া হয়। বাড়ি বাড়ি যাওয়ার সময় মানুষকে জানানোর ক্ষেত্রে সুবিধা হবে। পরিষেবা আরও বেশি সরল হবে, সেইজনই এই উদ্যোগ।