Kandi incident কান্দি থেকে বাসে চেপে ফিরছিলেন গোকর্ণ। বাস থেকে নেমেওছিলেন। কিন্তু তারপর যা ঘটল! তাতেই হতবাক এলাকার মানুষজনও। বাস থেকে নামতেই পেছন দিক থেকে আসা একটি বাইক সজোরে ধাক্কা দেয় যাত্রীকে। ডান পায়ে আঘাত লাগে, ছিটকে পড়ে যান প্রৌঢ়। দুর্ঘটনায় আহত প্রৌঢ়ের মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
Kandi incident পরিবার সূত্রে জানা গিয়েছে-
Kandi incident কান্দির গোকর্ন বাইনপাড়ার বাসিন্দা কাশিনাথ দাস বুধবার দুপুরে কান্দি গিয়েছিলেন। সন্ধ্যায় বাসে কান্দি থেকে ফিরছিলেন বাড়ি। বাড়ির কাছেই বাইন পাড়া মোড়ে বাস থেকে নামতেই দ্রুত গতির একটি মোটরবাইক তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গোকর্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যু হয় বৃদ্ধের। মৃতের জামাই সাধু দাস জানান, ” শ্বশুর মশাই চামড়ার কাজ করেন। এদিনও কাজেই গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বাস থেকে নামতেই একটি বাইক ধাক্কা দেয়। যদিও বাইক চালক চম্পট দেয়”। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রৌঢ়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া পরিবার জুড়ে।