Kandi Canal শতাধিক বছরের পুরনো কান্দি শহরের প্রধান নিকাশি নালা স্বরূপ খাল Canal। কান্দি শহরের দোহালিয়ার কানা ময়ূরাক্ষী নদী থেকে এটি উৎপত্তি হয়ে প্রায় ১৯ কিমি দূরে বেলে নদীতে গিয়ে মিশেছে। প্রধানত কান্দির নিকাশি সমস্যা সমাধানের জন্য এটি একসময় খনন করা হয়েছিল বলে শহরের প্রবীণদের সূত্রে জানা গিয়েছে। কিন্তু বহুবছর এর কোনও সংস্কার হয়নি। একসময় এই নিকাশি নালা প্রায় ৪০ ফুট চওড়া থাকলেও বর্তমানে তা সংকীর্ণ হয়ে পড়েছে। নালার কয়েকটি জায়গা ১৫ ফুট চওড়ায় দাঁড়িয়েছে। এই স্বরূপ খাল এবার সংস্কার হতে চলেছে। এমনটাই দাবি কান্দি পৌরসভার। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে স্বরূপ খাল সংস্কারে অনুমোদন মিলেছে পৌনে ৫ কোটির!
Kandi Canal খাল সংস্কারে ভাঙা হল দোকান, ঘর-
Kandi Canal কান্দি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এবং ১১ নম্বর ওয়ার্ডে ভাঙা হল একের পর এক দোকান। বৃহস্পতিবার রাতেই জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কান্দি শহরের তিনসাঁকো মোড়ে অবস্থিত পরপর ১০টি দোকান। স্বরূপ খালের ওপরেই কোথাও দোকান ঘর কোথাও বা বাড়ি তৈরি করা হয়েছিল। ফলে জল নিস্কাশনের একটা সমস্যা তৈরি হয়। সংস্কারের আগে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার উদ্যোগ নেয় কান্দি পৌরসভা।
Kandi Canal কী জানালেন কান্দি পৌরসভার চেয়ারম্যান?
Kandi Canal কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানান, কান্দির বিধায়ক, কান্দি পৌরসভার পৌর বোর্ড এবং সেচ দফতরের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজ্য সরকার স্বরূপ খালকে নতুন রূপ দেওয়ার ক্ষেত্রে পৌনে পাঁচ কোটি অনুমোদন দিয়েছে। সেই কাজ শুরু হচ্ছে। সেচ দফতরের সাথে আলোচনার ভিত্তিতে একটা কথাই বলা হয়েছে যে, যে ক্যানেলটা দিয়ে কান্দি শহরের নিকাশি ব্যবস্থা হয়ে থাকে সেটাকে পরিশুদ্ধ করার জন্য যা যা করার দরকার সেটা করা হোক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় বাড়ি তৈরি হয়েছে, কেউ দোকান করেছে। মানুষের ক্ষতি না করে পাশাপাশি ক্যানেলের কাজটা সম্পূর্ণ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানুষও সহযোগিতা করছেন। দোকান ভাঙা প্রসঙ্গে তিনি আরও জানান, আলোচনার ভিত্তিতেই কাজ হচ্ছে। কিছু মানুষের হয়তো খারাপ লাগছে।