Kandi Arrest ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। এবার ঘটনাস্থল কান্দি। আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হল এক দুষ্কৃতি। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় ওই দুষ্কৃতিকে। গোপন সূত্রে খবর পেয়ে কান্দি থানার নতুন গ্রাম দুবরীরবীল থেকে সামাউন সেখকে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি। কী কারনে আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিল ঐ ব্যক্তি তা খতিয়ে দেখছে কান্দি থানার পুলিশ। শনিবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে কান্দি মহকুমা আদালতে পাঠায় কান্দি থানার পুলিশ।
Kandi Arrest কান্দিতে রাতের অন্ধকারে একি নিয়ে ঘুরছিল যুবক!
Published By: Imagine Desk |
Published On:
