Jiaganj Azimganj আজ মাঘী পূর্ণিমা। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ও আজিমগঞ্জের ঘাটগুলিতে পুণ্যস্নানে পুণ্যার্থীদের ঢল। একদিন আগে থেকেই ভিড় বাড়তে থাকে। প্রতি বছরই মাঘী পূর্ণিমায় জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ শহরের বিভিন্ন ঘাটে ঘাটে ভিড় হয়। এবছর সেই সংখ্যাটা আরও বেশী। ঝাড়খণ্ড, বিহার , ওড়িশা, বীরভূম সহ আশেপাশের প্রতিবেশী জেলা থেকে পুণ্যার্থীরা আসেন দলবেঁধে। তাদের থাকা, খাওয়া সহ যাবতীয় বন্দোবস্ত করে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা। এবারেও একই আয়োজন।
Jiaganj Azimganj কী বললেন পৌর কর্তা?
Jiaganj Azimganj পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘ হাজারে হাজারে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ভিড় বাড়ে। গঙ্গার ধারে মানুষে মানুষে ছয়লাপ। ওষুধ থেকে চা, খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে। পৌরসভার সাথেই সাধারণ মানুষ, প্রশাসনও সহযোগিতা করেছে।’
Jiaganj Azimganj মাঘী পূর্নিমা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও গঙ্গার ঘাটে থাকে বিশেষ ব্যবস্থা, নজরদারি। পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে নামানো হয় সিভিল ডিফেন্সের কর্মীদের৷ এছাড়াও নেওয়া হয় একাধিক ব্যবস্থা। স্থলপথ ও জলপথে চলে নজরদারি। পুণ্যস্নান সেরে যাতে পুণ্যার্থীরা সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারেন সেই দিকে নজর রেখেছে প্রশাসন। পুণ্যার্থীদের আসা ও যাওয়ার সুবিধার্থে বাড়ানো হয় পরিবহনের সংখ্যা।
Jiaganj Azimganj মহকুমা পুলিশ আধিকারিক জানান-
Jiaganj Azimganj লালবাগ এসডিপিও অকলকার রাকেশ মহাদেব বলেন, ‘ মাঘী পূর্ণিমায় গঙ্গায় স্নান একটি রীতি, উৎসব। প্রচুর মানুষের সমাগম হয়েছে। সুষ্ঠ ভাবে যাতে সবটা হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা থাকে। ঘাটে ঘাটে হয় বাঁশ দিয়ে ব্যারিকেড। বোটে করে পেট্রলিং করে সিভিল ডিফেন্স কর্মীরা। সচেতনতার ক্ষেত্রে মাইকিং হয়। ‘
Jiaganj Azimganj মাঘী পূর্ণিমার মাহাত্ম-
Jiaganj Azimganj মাঘ মাসে পূর্ণিমা হওয়ার দিনটিকে মাঘী পূর্ণিমা বলা হয়। এই দিনটি হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মাবলম্বী মানুষই পালন করেন। মাঘী পূর্ণিমার বিশেষত্ব, এই দিনে চাঁদের উপাসনা করা হয় । এই দিনে বুদ্ধ ও বিষ্ণুর পুজো করা হয় । এই দিনে পুণ্যস্নান করেন পুণ্যার্থীরা । বিশ্বাস করা হয়, এই দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয় । তাই দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে পুণ্য লাভের আশায় ডুব দেন গঙ্গা থেকে সাগরে।