Jangipur News জনতা পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় জঙ্গিপুর। এদিন জঙ্গিপুরে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল থেকে উত্তেজনা ছড়ায়। ওমরপুর মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে রাস্তা অবরোধ হয়। বিকেল থেকেই অবরোধ শুরু হয়। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে বচসা শুরু হয়। দফায় দফায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে। মিছিল করে অবরোধকারীরা জঙ্গিপুরের পিডাব্লুডি মাঠের দিকে এগলে উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি জনতার।
Jangipur News জমায়েত ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠি চার্জ পুলিশের। গোটা ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি মঙ্গলবার বিকেলে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, গাড়িতেও লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ২ টি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। গোটা ঘটনায় আহত একাধিক। পরিস্থিতি আয়ত্তে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এলাকায়। প্রায় চার ঘন্টা অবরুদ্ধ ছিল জাতীয় সড়ক। সন্ধ্যায় ৭ টা নাগাদ ওঠে অবরোধ। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।