Jangipur Municipality জঙ্গীপুর পৌরসভার ২১ টি ওয়ার্ড জঙ্গালে ভর্তি! এই অভিযোগে পথে নেমে প্রতিবাদ সিপিআই(এম) এর। সোমবার দুপুরে মিছিল করে এসে জঙ্গীপুর পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচী সিপিএমের। অবিলম্বে জঙ্গীপুর পৌরসভায় সব ছোট বড় রাস্তার নোংরা আবর্জনা পরিষ্কার করা, সমস্ত ড্রেন পরিষ্কার করা, রাস্তা ও গলিতে পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করার দাবি নিয়ে সুর চড়ান সিপিএম নেতা, কর্মীরা। প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে বিক্ষোভ কর্মসূচী।
Jangipur Municipality জঞ্জাল সাফাই ও ভাগাড় প্রসঙ্গে রঘুনাথগঞ্জ সিপিএম এরিয়া কমিটির সম্পাদক অগ্নিমিত্র ব্যানার্জী বলেন, ‘ পৌরসভা কোথায় মালপত্র ফেলবে না ফেলবে এটা পৌরসভার কাজ। প্রচুর জায়গা রয়েছে, ফান্ড রয়েছে। পৌর মন্ত্রী, গ্রামন্নোয়ন দফতরের মন্ত্রীর সাথে আলোচনা করতেই পারে। কাজ করার মানসিকতা না থাকলে এরকমই হবে। জনগণের ভোটে যেতে নি। পুলিশ জিতিয়েছে। কয়েক দিন দেখব। তারপর লাগাতার অবস্থান হবে। ‘
Jangipur Municipality বিক্ষোভ কর্মসূচী প্রসঙ্গে জঙ্গীপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম জানান, ভাগাড় নিয়ে একটু সমস্যা আছে কয়েক দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। রাস্তা পরিষ্কারের ক্ষেত্রেও ঝাড় দেওয়ার কথা বলা হয়েছে সাফাই কর্মীদের।