Jalangi News মালদা থেকে মুর্শিদাবাদ। সাথে রহস্যজনক ব্যাগ। ব্যাগের আড়ালেই লুকিয়ে রহস্য! পর্দা ফাঁস হল পুলিশের অভিযানে।মুর্শিদাবাদের জলঙ্গিতে উদ্ধার হল অত্যাধুনিক পিস্তল, গুলি। গ্রেপ্তার করা হয়েছে মালদার দুই বাসিন্দাকে। গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে জলঙ্গির সাহেবরামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই কারবারিকে। ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি নাইলনের ব্যাগ। সেই ব্যাগের ভেতরেই ছিল ৪টি সেভেন এমএম পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ৩০ রাউন্ড গুলি।
Jalangi News ধৃত জয়প্রকাশ মণ্ডল ও সুরজ মণ্ডল মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। এই আগ্নেয়াস্ত্র ও গুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ডোমকলের এসডিপিও সুভম বাজাজ জানিয়েছেন, এদিন সাহেবরামপুরে দুই যুবককে দেখে সন্দেহ হয়। তাদের হাতে ছিল একটি ব্যাগ। সেই ব্যাগ থেকেই এই আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমানে কার্তুজ উদ্ধার হয়েছে। এই আগ্নেয়াস্ত্র বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল কিনা তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।
Jalangi News শনিবার ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠায় জলঙ্গি থানা। আগ্নেয়াস্ত্র পাচার চক্রে আর কারা জড়িত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।