Jakir Hossain তৃণমূলের অন্দরে তীব্র দ্বন্দ্ব, মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রকাশ্যে বিধায়ক বনাম পৌরসভার সংঘাত। দুর্নীতি, দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে জঙ্গিপুর পৌরসভার Jangipur Municipality ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর অপসারণের দাবি তুললেন স্থানীয় বিধায়ক, প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন Jakir Hossain, AITC MLA । অপরদিকে, মঙ্গলবার দলীয় কাউন্সিলরদের নিয়ে থানার দ্বারস্থ হলেন পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী। বিধায়কের সঙ্গে সরাসরি সংঘাতে নামলেন তৃণমূল পরিচালিত পৌরসভার শীর্ষ নেতৃত্ব।
Jakir Hossain দুর্নীতি ঘিরে বিধায়কের তোপ
সোমবার সন্ধ্যায় জঙ্গিপুর পৌরসভার রাস্তা নির্মাণ নিয়ে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ আনেন বিধায়ক জাকির হোসেন। তাঁর দাবি, “পৌরসভায় একাধিক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আবাস প্রকল্প থেকে শুরু করে রাস্তা নির্মাণ— সর্বত্র দুর্নীতি চলছে। এর ফলেই লোকসভা ভোটে তৃণমূলের ভোট কমেছে।” নিজেই রাস্তা খুঁড়ে দুর্নীতির প্রমাণ হাজির করেন বিধায়ক। আর এতেই বিধায়কের সঙ্গে প্রকাশ্য বাদানুবাদে জড়ান পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী।
পাল্টা প্রতিক্রিয়ায় ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী দাবি করিছেন, অভিযোগের গুরুত্ব নেই। স্বচ্ছভাবেই কাজ হয়েছে। এরপর মঙ্গলবার ফের একই অভিযোগ তুলে সরব হন বিধায়ক জাকির হোসেন। সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর বিরুদ্ধে। দাবি করেন, “দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করতে হবে।” জাকির হোসেনের দাবি, আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। কংগ্রেস নেতাদের বেআইনি ভাবে বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে।
পৌরসভার একজোট হয়ে থানায় যাত্রা
এদিকে, বিধায়কের লাগাতার অভিযোগের পর মঙ্গলবার জরুরি বৈঠক করেন পৌরসভার তৃণমূল কাউন্সিলররা। তারপর একজোট হয়ে জঙ্গিপুর থানায় যান পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী ও অন্যান্য কাউন্সিলররা। বিধায়কের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেই কি থানায় গিয়েছেন তাঁরা? যদিও এই বিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি পৌরসভার শীর্ষ নেতৃত্ব। পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম থানা থেকে বেড়িয়ে দাবি করেন, নির্বিঘ্নে পৌরসভা চালানোর বিষয়ে কথা বলতেই থানায় গিয়েছিলেন তাঁরা। অন্যদিকে সন্তোষ চৌধুরী ফের দাবি করেছেন, দুর্নীতি হয়নি।
Jakir Hossain তবে যা পরিস্থিতি, তাতে বিধায়ক বনাম পৌরসভা— এই দ্বন্দ্ব জঙ্গিপুরের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় বিরোধীরাও সুযোগ নিতে শুরু করেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এখন প্রশ্ন, দল এই বিবাদ মেটাতে হস্তক্ষেপ করবে কি? নাকি বিধায়ক-পৌরসভার লড়াই আরও গভীরে যাবে?