Jakir Hossain ফের প্রকাশ্যে জাকিরের নিশানায় পৌররাস্তা নির্মাণে দুর্নীতি !

Published By: Imagine Desk | Published On:

Jakir Hossain জঙ্গিপুর পৌরসভার রাস্তা নির্মাণ নিয়ে প্রকাশ্যে বেনিয়ম, দুর্নীতির অভিযোগে সরব বিধায়ক জাকির হোসেন। রাস্তা খুঁড়ে দুর্নীতির প্রমাণ হাজির করলেন জাকির হোসেন। আর তাতেই প্রকাশ্যে বিধায়কের সঙ্গে  বাগবিতন্ডায় জড়ালেন জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী। সোমবার সন্ধায় বিধায়ক এবং ভাইস চেয়ারম্যানের প্রকাশ্য রাস্তায় বিতন্ডা ঘিরে সরগরম জঙ্গিপুর।

এদিন সন্তোষ চৌধুরীর মুখে শোনা গিয়েছে, পদত্যাগের হুঁশিয়ারিও। পালটা জাকির হোসেনের দাবি, সরকারি নিয়ম মেনে করতে হবে কাজ।