International Women’s Day 2025 জীবনযুদ্ধে ব্যতিক্রমী পেশায়, সেই মহিলাই আজ বিচারকের আসনে!

Published By: Imagine Desk | Published On:

International Women’s Day 2025 ৮ ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীর কৃতিত্বকে সম্মান জানাতে, লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করার জন্যই এই আন্তর্জাতিক উপলক্ষ। ২০২৫ সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম “সকল নারী ও মেয়েদের জন্য: অধিকার। সমতা। ক্ষমতায়ন।” অর্থাৎ নারীদের জন্য সমান অধিকার, ক্ষমতা এবং সুযোগ উন্মোচনের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

International Women’s Day 2025 নারীশক্তিকে সম্মান জানাতে অনন্য ভাবনা, সুযোগ উন্মোচিত করেছে মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। এদিন বহরমপুরে অনুষ্ঠিত হওয়া লোক আদালতে অন্যতম সদস্য বিচারকের আসনে বসানো হল বহরমপুর শহরেরই এক মহিলা টোটো চালককে। বহরমপুরের কান্তনগর এলাকার বাসিন্দা রাধারানী দাস গত পাঁচ বছর ধরে শহরের রাস্তায় টোটো চালাচ্ছেন। বহরমপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে যাত্রীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেন তিনি। সেই রাধারানীই আজ বিচারকের আসনে বসলেন।

International Women’s Day 2025 সাধারণ বধূ থেকে সংসারের দায়িত্ব নিয়েছিলেন নিজের কাঁধে। জীবন সংগ্রামে এগিয়ে চলেছেন আত্মবিশ্বাসের সাথে। আজ পেলেন এত বড় সম্মান। যে সম্মান পেয়ে আপ্লুত রাধারানী দাস। তিনি জানান, স্বামী নেশাগ্রস্ত। এক ছেলে সে কাপড়ের দোকানে কাজ করে। সংসারের হাল ধরতে গত পাঁচ বছর ধরে টোটো চালাচ্ছেন তিনি। আজ নারী দিবসে এত বড় সম্মান, এত বড় দায়িত্ব পেয়েছেন। জীবনে প্রথম এত বড় সম্মান পেয়ে তিনি বাকরুদ্ধ।

International Women’s Day 2025 আন্তর্জাতিক নারী দিবসে রাধারানী দাসের এই লড়াইকে কুর্নিশ জানাল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অদিতি ঘোষ বলেন, ‘২০২৫ সালে এটিই মুর্শিদাবাদ জেলার প্রথম লোক আদালত। জনতার অংশগ্রহণের মাধ্যমে সব থেকে বেশি সংখ্যক মামলার নিষ্পত্তি করার চেষ্টা করব’।

International Women’s Day 2025 তিনি আরও জানান, ‘ একজন মহিলা টোটো চালককে আজকে মেম্বার জজ হিসেবে আনা হয়। কারণ আজকে আন্তর্জাতিক নারী দিবস। বেশ কয়েকবছর ধরেই শোনা যায় নারী দিবস নারীদের ক্ষমতায়নের উদযাপন। সেই অর্থেই মনে হয়েছে যিনি একজন ব্যতিক্রমী পেশাকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন সেই মহিলা অবশই নারী ক্ষমতায়নের একটি প্রতীক। যদিও অত্যন্ত সাধারণ কিন্তু তাঁর কাজকে অসাধারন মনে হয়েছে। সেই হিসেবে সম্পূর্ণ মহিলা পরিচালিত বেঞ্চ সেখানেই উনি আজকে মেম্বার জজ।’