International Art Fair 2025 শহর বহরমপুরে প্যাপিলিও পেন্টার্সের উদ্যোগে শুরু হল চর্তুথ বর্ষ আন্তজার্তিক চিত্র মেলা। এই প্রদর্শনী মেলায় বিভিন্ন জায়গার বিশিষ্ট চিত্র শিল্পীদের পাশাপাশি অংশ নিয়েছেন ১৩ জন বিদেশি চিত্র শিল্পীও। বুধবার থেকে শুরু হওয়া এই আন্তজার্তিক চিত্র মেলা চলবে আগামী ৩রা মার্চ পর্যন্ত। ৬ দিনের আন্তজার্তিক চিত্র মেলায় ভারত ছাড়াও বাংলাদেশ, ক্রয়েশিয়া, ইতালি , অ্যামেরিকা শিল্পীরা অংশ নিচ্ছেন। শুধু চিত্র প্রদর্শনী নয় এর পাশাপাশি থাকছে চিত্র নিয়ে আলোচনাও। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
International Art Fair 2025 প্যাপিলিও পেন্টার্সের সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস জানান, আন্তর্জাতিক যে চিত্র মেলা করা হয় সেখানে এবছর বিদেশের বহু শিল্পী অংশ নিয়েছেন। চিত্র প্রদর্শনীর সাথে ভাস্কর্য, আলোকচিত্র, পারফর্ম্যান্স আর্ট থাকছে। প্রতিদিন সন্ধ্যায় ছবি নিয়ে আলোচনা করবেন শিল্পীরা। সঙ্গীত, আবৃত্তি থাকে, সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করে এই অনুষ্ঠান চলবে। মোট ৭৩ জন অংশগ্রহণকারী শিল্পী। যার মধ্যে ১৩ জন বিদেশি। মুর্শিদাবাদ জেলার নতুন নতুন শিল্পীরাও এই প্রদর্শনীর মাধ্যমে উঠে আসছেন।

International Art Fair 2025 দেশ বিদেশের শিল্পীদের ছবি দেখতে ভিড় জমছে বহরমপুরের শক্তিমন্দির মাঠে।