ICI School কর্মী ছাটাইয়ের পথে ICI স্কুল! ভর্তির বাড়তি টাকা নয়! পরিষেবা চান অভিভাবকরা

Published By: Imagine Desk | Published On:

ICI School স্কুলে ভর্তির ফিজ নিয়ে দিন কয়েক ধরেই খবরের শিরনামে গোরাবাজার আইসিআই স্কুল। সরকারী নির্ধারিত স্কুল ফিজের পরিবর্তে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ-পাল্টা অভিযোগ অব্যাহত। এরই মাঝে স্কুল পরিদর্শকের নির্দেশ মেনে বাড়তি ফি অভিভাবকদের ফিরিয়ে দেওয়ার পথে স্কুল। যদিও সেই টাকা ফেরত নিতে অস্বীকার অভিভাবকদেরই। যা নিয়ে ফের নতুন করে সূচনা হয়েছে সমস্যার। স্কুলকে দেওয়া বাড়তি ফি ফেরত নিতে অস্বীকার করলেন অভিভাবকরা। আইসিআই স্কুলে মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষের তরফে অভিভাবকদের ডাকা হয়। সেখানেই বাড়তি ফি প্রসঙ্গে অভিভাবকরা জানান- সরকার নির্ধারিত ২৪০ টাকার বদলে ১১৫০ টাকা  দিয়ে ছেলেমেয়েদের ক্লাসে ভর্তি করা হয়েছে, সেই বাড়তি ফি তারা ফেরত নেবেন না। কারণ হিসেবে জানান, স্কুলের পড়াশোনা, পরিকাঠামো, দেখভালের জন্য এই টাকা প্রয়োজন।

ICI School অভিভাবকদের কী দাবী?

অভিভাবক বাবন মণ্ডল বলেন, ” স্কুলে সিসিটিভি, সিকিউরিটি, কম্পিউটার সম্পূর্ণ পরিষেবা চাই। ফিজ ফেরত চাই না। পরিষেবা বন্ধ যেন না হয় সেই দাবিই করা হয় স্কুল কর্তৃপক্ষের কাছে। কারও ক্ষেত্রে এই টাকা দিতে অসুবিধা হলে সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি হস্তক্ষেপ করবে।”

ICI School আরেক এক অভিভাবক সেলি মণ্ডল জানান, ” স্কুল থেকে মেসেজ আসে, ভর্তির যে অতিরিক্ত টাকা সেই টাকা ফেরত নেওয়ার জন্য। কিন্তু আমরা টাকা ফেরত নিতে চাইনা। বাচ্চারা নিরাপদে থাকুক, পরিষেবা চাই, শিক্ষার মান উন্নয়ন হোক, সব জেনেই বাড়তি টাকা দেওয়া হয়েছে।”

ICI School গত ৯ ই জানুয়ারি- জেলা বিদ্যলায় পরিদর্শকের তরফে নির্দেশ জারি হয়। মুর্শিদাবাদের ৮ টি স্কুলের নাম উল্লেখ করে বলা হয় সরকার নির্ধারিত ২৪০ টাকার পরিবর্তে ভর্তির জন্য যে বাড়তি ফিজ নেওয়া হয়েছে সেই টাকা যত দ্রুত সম্ভব ফেরত দিতে হবে। সেই তালিকায় থাকে আইসিআই স্কুল। নির্দেশ পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ স্কুল কর্তৃপক্ষের। অভিভাবকদের জানানো হয়, মঙ্গলবার ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ভর্তির অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে।

ICI School ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন-

ICI School স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস মণ্ডল বলেন, ” অন্যান্য বহু স্কুল উনিশ-বিশ টাকা নিয়েছে। কিন্তু নির্দিষ্ট ৮ টি স্কুলকেই টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে, এটি অত্যন্ত আশ্চর্যয়ের। ডি আই নির্দেশ মোতাবেক সোমবার নতুন করে ম্যানেজিং কমিটির রেসোলিউশন হয়েছে। হোয়াটস অ্যাপ গ্রুপে অভিভাবকদের নোটিশ করা হয় মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ টাকা ফেরত দেওয়া হবে। প্রস্তুতি নিয়ে হল ঘরে অপেক্ষা করতে থাকলেও অভিভাবকরা টাকা নিতে আসেন নি। সরকারী নির্দেশ মেনে টাকা ফেরত দিতে তৈরি।”।

ICI School তিনি আরও জানান, ” ইতিমধ্যেই কিছু কিছু পরিষেবা বন্ধ করতে হবে। গেটম্যান থেকে নাইটগার্ড রাখা হবে না। কম্পিউটারে কোন সরকারি শিক্ষক নেই! বছরে ৪০০ টাকা নেওয়া হয়। তিনজন ক্যাসুয়াল স্টাফ দিয়ে কম্পিউটার ক্লাস চালানো হত। কম্পিউটার শিক্ষাও ১লা ফেব্রুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হবে। চার জন কর্মী ছাটাই করা হবে। অভিভাবকদের বলা হয়েছে টাকা ফেরত না নিলে উপযুক্ত স্থানে অভিযোগ জানাক। পরবর্তী যে অর্ডার হবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ”

ICI School গোটা ঘটনায় জটিলতা অব্যাহত আইসিআই স্কুলে। একদিকে বাড়তি টাকা নিতে অস্বীকার অভিভাবকদের, অন্যদিকে সরকারী নির্দেশ মেনেই কর্মী ছাটাই, স্কুলের একাধিক পরিষেবা বন্ধের সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের। পরবর্তীতে সমস্যার সমাধান কোন পথে হয়, সেটাই এখন দেখার।