HS Exam 2025 ৩ মার্চ, সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা Higher Secondary Exam 2025। পরীক্ষা চলবে ১৮ ই মার্চ পর্যন্ত। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ক্ষেত্রে তল্লাশিতে আরও জোর দেওয়া হচ্ছে। মেটাল ডিটেক্টর দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে। তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের। ইতিমধ্যেই পরীক্ষাকেন্দ্রে জোরদার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। প্রস্তুতির ছবি সাগরপাড়ার একাধিক স্কুলে। খুঁটিনাটি প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষক, শিক্ষিকারা। যে প্রস্তুতি ও ব্যস্ততা সাগরপাড়ার সীতানগর হাইস্কুলেও। মূলত ঘোষপাড়া সেন্টারের সাব ভেনু হিসেবে কাজ করবে এই পরীক্ষা কেন্দ্র। সুষ্ঠভাবে পরীক্ষার ব্যবস্থপনায় ঘর গুলোয় সিটিং এরেঞ্জমেন্ট, পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা, একই সাথে নিরাপত্তার বিষয়টিতেও জোর দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহীম আলী জানান, এই প্রস্তুতি শুধুমাত্র সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য। যা যা গাইড লাইন রয়েছে সংসদের, সেই নিয়ম মেনেই কাজ চলছে।
HS Exam 2025 শুধু পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় নয়, পরীক্ষা কেন্দ্রের ভেতরেও থাকবে মেটাল ডিটেক্টর। থাকবে সিসিটিভিও । সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। তবে তল্লাশির কারণে পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৯ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের গাইডলাইন মেনে, পরীক্ষার কিছুক্ষণ আগে পরীক্ষাথীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র। এবারে ছাত্র ছাত্রীদের উত্তরপত্রের সঙ্গে প্রশ্নপত্র থাকবে। প্রশ্নপত্র যাতে বাইরে না ছড়িয়ে পড়ে তার জন্যই এই পদক্ষেপ।