Higher Secondary 2025 ৩ মার্চ, সোমবার থেকে শুরু হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা Higher Secondary 2025 । চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবছর আরও কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় এসেছে নতুন সংযোজন—মেটাল ডিটেক্টর Metal Detectors । পরীক্ষার্থীদের প্রবেশের আগে তল্লাশি চালিয়ে নিশ্চিত করা হবে, কেউ কোনও নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারছে কি না।
ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে প্রস্তুতি প্রায় সম্পন্ন। সাগরপাড়া এবং তার আশপাশের একাধিক স্কুলে দেখা গিয়েছে প্রস্তুতির চিত্র। শিক্ষকরাও ব্যস্ত শেষ মুহূর্তের আয়োজন নিয়ে। সীতানগর হাইস্কুল এবারে ঘোষপাড়া সেন্টারের সাব-ভেনু হিসেবে কাজ করবে। কেন্দ্রের ঘরগুলিতে পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা থেকে শুরু করে, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং কড়া নিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছে।
Higher Secondary 2025 নিরাপত্তায় জোড়, পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও মেটাল ডিটেক্টর
পরীক্ষার্থীদের প্রবেশের সময় কেবল বাইরে নয়, ভেতরেও নজরদারি চালানো হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরেও ব্যবহার করা হবে মেটাল ডিটেক্টর। পাশাপাশি, নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও।
সীতানগর হাইস্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী বলেন,
“পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
শুধু সীতানগর হাইস্কুল নয়, সাগরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়েও পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে। শিক্ষিকা সমর্পিতা সরকার জানান,
“পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকেও নজর রাখা হচ্ছে।”
Higher Secondary 2025 নির্দেশিকা মেনে পরীক্ষা পরিচালনা, প্রশ্নপত্র থাকবে উত্তরপত্রের সঙ্গে
সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। তবে কড়া তল্লাশির কারণে সকাল ৯টার মধ্যেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংসদের নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খোলা হবে। এবছর উত্তরপত্রের সঙ্গে প্রশ্নপত্র সংযুক্ত থাকবে, যাতে পরীক্ষা শেষে সেটি বাইরে ছড়িয়ে না পড়ে।
সবমিলিয়ে, সুষ্ঠু ও নকলমুক্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার লক্ষ্যে প্রশাসন থেকে পরীক্ষাকেন্দ্র—সর্বস্তরেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা।