Heavy Snowfall বছর শেষে হিমাচল থেকে কাশ্মীর- ভারী তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। কাশ্মীর Kashmir এখন বরফে ঢাকা। কাশ্মীরে অনবরত চলছে তুষারপাত। তুষারপাতের জেরে একপ্রকার বিপর্যস্ত SMART CITY Srinagar। বহু পর্যটক আটকে পড়েছেন। বিমান ওঠানামার মতো পরিস্থিতি না থাকায় ইতিমধ্যেই শনিবার সব বিমান বাতিল করে দেওয়া হয় শ্রীনগর বিমানবন্দর থেকে। রাস্তাতেই দাঁড়িয়ে সারি সারি গাড়ি। ভারী তুষারপাতের জেরে কাশ্মীরের প্রধান অন্যতম দুটি প্রধান সড়ক- শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক এবং মোগল রোড বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কাশ্মীরের একাংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিমানের সাথে ট্রেন পরিষেবাও বিপর্যস্ত। বানিহাল-বারামুলা বিভাগে বরফের কারণে ট্রেন চালানো যাচ্ছে না। পর্যটকদেরও উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
Heavy Snowfall ভারী তুষারপাত হিমাচলেও
Heavy Snowfallপাশাপাশি হিমাচলেও Himachal Pradesh তুষার দুর্যোগ। ভারী তুষারপাত চলছে হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশে। বহু পর্যটক তাতে আটকে পড়েছেন। শুধু কুল্লুর রাস্তাতেই পাঁচ হাজার পর্যটক আটকে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের অনেককেই উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। তুষারপাতের কারণে কুল্লুতে যান চলাচল থমকে গিয়েছে। রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হিমাচলের অন্য জেলাগুলির অবস্থাও একই রকম। তুষারপাতের পাশাপাশি শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। প্রবল ঠান্ডার হাত থেকে আপাতত নিস্তার পাওয়ার কোনও সম্ভাবনা নেই। লাহুল-স্পিতি, চম্বা, কাংরা, শিমলার মতো হিমাচলের অন্য জেলাগুলিতেও বৃষ্টি এবং তুষারপাত চলছে।
Heavy Snowfall দার্জিলিং এও তুষারপাতের সম্ভাবনা
Heavy Snowfall এদিকে বছর শেষ এবং বর্ষবরণে দার্জিলিং Darjeeling এ তুষারপাতের সম্ভাবনা! শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পং এ। উত্তরবঙ্গে দার্জিলিং এর পর্যটকদের কাছে সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা। শনিবার শিলা বৃষ্টি হবে কালিম্পং জেলাতে। হালকা বৃষ্টি হতে পারে শনিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি তিন জেলাতে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে। দার্জিলিং, কালিম্পং Kalimpong, জলপাইগুড়ি তো রয়েছেই এর সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টির সম্ভাবনা।
Heavy Snowfallএদিকে তুষারপাত পেয়ে খুশি পর্যটকদের একাংশ। স্থানীয়েরাও আনন্দে মেতেছেন। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হয়, তুষার বিধ্বস্ত এলাকা থেকে ফিরে আসার অপেক্ষাতেও রয়েছেন আটকে থাকা পর্যটকরা।