Hariharpara Road দীর্ঘদিন ধরে যাতায়াতের অযোগ্য রাস্তা। মেরামতের কোন উদ্যোগ দেখতে পান না ভুক্তভোগীরা! ঘটতে থাকছে দুর্ঘটনা। ধুলোয় ঢাকছে দোকানপাট, ঘর বাড়ি। বাধ্য হয়েই রাস্তা অবরোধের Blockade সিদ্ধান্ত। রাস্তা সংস্কারের দাবিতে হরিহরপাড়ায় Hariharpara রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। হরিহরপাড়ার ডল্টনপুর মোড় থেকে হোসেনপুর মোড় পর্যন্ত প্রায় ৬ কিমি পিচ রাস্তার বেহাল দশা।
Hariharpara Road স্থানীয়দের অভিযোগ-
কয়েক বছর আগে রাস্তা সংস্কার হলেও বর্তমানে চলাচলের অযোগ্য হয়েছে-, অভিযোগ স্থানীয়দের। শীতে ধুলো, আর বর্ষায় জল জমে দুরাবস্থা চরমে ওঠে।
Hariharpara Road আর কী জানালেন স্থানীয়রা? কেন অবরোধ?
Hariharpara Road স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় বেশ কয়েকটি ইট ভাটা রয়েছে। ভাটার গাড়ি অনবরত যাতায়াত করায় রাস্তার ধুলো ঢুকছে ঘরে। সমস্যা সমাধানের দাবিতে সোমবার সকালে প্রায় ঘণ্টা খানেক গোবরগাড়া এলাকায় রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দা সাফিউল ইসলাম বলেন, ” রাস্তায় ধুলো। জল দেওয়া হয়না। সবাইকে জানানো হলেও কোন সুরাহা হয়নি। রাস্তা মেরামত হোক দ্রুত”। আরেক বাসিন্দা মহম্মদ রেজাউল ইসলাম বলেন, ” রাস্তা আর রাস্তা নেই, নষ্ট হয়েছে। প্রচুর গাড়ি যাতায়াত করে। স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হয়েছে। আশ্বাস পেয়ে কোন সমাধান এখনও হয়নি।” রাস্তা সংস্কারের দাবী গত তিন বছর ধরে। স্থানীয়রা বলছেন,