Hariharpara News দিব্বি হেটে চলে বেড়াচ্ছেন। ভিন রাজ্যে কাজও করছেন। অথচ তিনিই নাকি মৃত! এও কি সম্ভব? বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় স্ক্রুটিনি করতে গিয়েই এমনই অভিযোগ সামনে এল। অভিযোগ করলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ। সম্প্রতি তৃণমূল সুপ্রিমোর নির্দেশে ভূতুরে ভোটার ধরতে স্ক্রুটিনিতে নেমেছে তৃণমূল। বৃহস্পতিবার হরিহরপাড়ার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রদীপডাঙ্গা এলাকায় চলে অভিযান।
Hariharpara News সেখানেই ১ নম্বর সংসদের বাসিন্দা রফিকুল শেখের নাম নিয়ে গণ্ডগোল সামনে আসে। দেখা যায় জ্যান্ত মানুষটি ভোটার লিস্টে মৃত। রফিকুল শেখ কয়েক মাস থেকে ভিন রাজ্যে কাজ করেন। এই ঘটনা জানতে পেরেই উৎকণ্ঠায় পরিযায়ী শ্রমিকের পরিবার। রফিকুল সেখের মা নুন্নাহার বেওয়া জানান, তারা এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত। ভোটার লিস্টে নাম বাদ গেল কীভাবে জানেন না। সংশোধন চাইছেন।
Hariharpara News কীভাবে এই গণ্ডগোল হল? যা নিয়ে হইচই এলাকা জুড়ে। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ জানান, তথ্য যাচাইয়ে ভুল সামনে আসে। এই ভুল সংশোধনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।