Hariharpara News আচমকাই বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। তারপরই চাকা ফেটে সোজা নয়ানজুলিতে উল্টে গেল বালি বোঝাই ডাম্পার। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডাম্পার চালক ও খালাসি। দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত ট্যাংরামারি মাঠ সংলগ্ন রাস্তায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বীরভূমের সিউড়ি থেকে বালি বোঝাই করে ডাম্পার চালিয়ে আমতলার দিকে যাচ্ছিলে চালক। যাওয়ার পথেই ট্যাংরামারির কাছে হঠাৎ গাড়ির একটি চাকা ফেটে যায়। তাতেই ঘটে যায় বিপত্তি।
Hariharpara News নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ি চালক এবং মুহূর্তের মধ্যে ডাম্পারটি উল্টে যায় নয়ানজুলিতে। দুর্ঘটনার আঁচ পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন। উল্টে যাওয়া ডাম্পার থেকে টেনে বের করা হয় চালক ও খালাসিকে। যদিও তারা হতাহত হন নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় হরিহরপাড়া থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি সরানোর কাজ শুরু হয় পুলিশের তত্ত্বাবধানে। যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণের অভাবের কারনেই এই গোলযোগ বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।