Hariharpara News হরিহরপাড়ার রাস্তায় বীভৎস কাণ্ড! ভরদুপুরে তুমুল উত্তেজনা

Published By: Imagine Desk | Published On:

Hariharpara News সোমবার ভরদুপুরে হরিহরপাড়ার রাস্তায় ঘটে গেল বীভৎস ঘটনা। এক বৃদ্ধাকে ধাক্কা মেরে সোজা প্রাচীরে ধাক্কা চার চাকা গাড়ির। বেপরোয়া গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন বৃদ্ধা। অন্যদিকে দুমড়ে মুচড়ে গেল গাড়ির সামনের অংশ। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল হরিহরপাড়া থানার অন্তর্গত চোঁয়া খাসপাড়া এলাকায়। ঘাতক গাড়ি সহ চালককে আটক করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

Hariharpara News স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে চোঁয়া খাসপাড়া এলাকার বাসিন্দা মাবিয়া বেওয়া পাশেই বোনের বাড়ি থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় হরিহরপাড়া থেকে আমতলার দিকে যাওয়া দ্রুত গতির চার চাকা গাড়ি মহিলাকে ধাক্কা মেরে একটি দোকানের প্রাচীরে ধাক্কা মারে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন।

Hariharpara News স্থানীয় এক বাসিন্দা কোহিনুর বিবি জানান, বেপরোয়া গতির ধাক্কায় প্রাণ হারালেন নিরীহ এক মহিলা। আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। কল্পনাও করতে পারেন নি এভাবে ঘটে যাবে মর্মান্তিক পরিণতি।

Hariharpara News দুর্ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় সজনেরা। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে। কান্নার রোল এলাকায়। আকস্মিক দুর্ঘটনায় বেপরোয়া গতি, চালকের গাফিলতিকেই দায়ী করছেন আত্মীয়, সজনেরা। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন।