Hariharpara News ছাদে খেলা করতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি কিশোরের

Published By: Imagine Desk | Published On:

Hariharpara News  ছাদে কাজ করছিল রাজমিস্ত্রীরা।  পাশেই দাড়িয়ে ছিল এক কিশোর। হালকা বৃষ্টি শুরু হতেই ঘটল বিপদ। অকালেই প্রাণ গেল কিশোরের। ঘটনায় শোকের ছায়া হরিহরপাড়ার ডল্টনপুর এলাকায়। জানা গিয়েছে, বুধবার বিকেলে সাগর সেখ নামে এক কিশোর আত্মীয়ের ছাদে খেলা করছিল। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। শুরু হয় বৃষ্টি।  ছাদেই বজ্রাঘাতে গুরুতর আহত হয় সে।

Hariharpara News পরিবারের সদস্যরা তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত কিশোরের প্রতিবেশী সাহিম সেখ জানান, ঐ কিশোর তাঁর মাসির বাড়ির ছাদে খেলা করছিল। ছাদে কাজ করছিলেন রাজমিস্ত্রীরা। হালকা বৃষ্টি সাথে আচমকাই বাজ পড়ে।  বাকিরা সুস্থ থাকলেও গুরুতর আহত হয় ঐ কিশোর। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। এভাবে কিশোরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।