Hariharpara News নাতির শোকে চলে গেলেন ঠাকুমা। শোকে পাথর পরিবার

Published By: Imagine Desk | Published On:

Hariharpara News নাতির মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ঠাকুরমাও। একই পরিবারের দুই সদস্যের পরপর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ! হরিহরপাড়া থানার বহড়ান উত্তরপাড়া এলাকার এক তরুণের মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অশান্তির কারণে বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন শামিম শেখ । প্রথমে তাঁকে বহড়ান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু  রাস্তাতেই মৃত্যু হয় তাঁর।

Hariharpara News  এই মর্মান্তিক খবর পেয়েই অসুস্থ হয়ে পড়েন শামিমের ঠাকুরমা  বছর ৭৫ এর  উর্ফা বিবি। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া  হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একসঙ্গে ঠাকুরমা ও নাতির চলে যাওয়ার খবরে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া।  দুই প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবার। শোকস্তব্ধ গোটা গ্রাম।