Hariharpara Madhyamik Result মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর শহর থেকে গ্রাম, মুর্শিদাবাদের কোন স্কুলে রেজাল্ট কেমন? যা নিয়ে কৌতূহলের শেষ নেই। রাজ্য বা জেলার মেধাতালিকায় নাম না থাকলেও হরিহরপাড়া ব্লকে বিভিন্ন স্কুলের রেজাল্ট কেমন? এবছর মাধ্যমিক পরীক্ষায় হরিহরপাড়া ব্লকে সম্ভাব্য প্রথম স্থানে রয়েছে বারুইপাড়া হাইস্কুলের ছাত্র হাবিবুর শেখ, তাঁর প্রাপ্ত নম্বর ৬৫৫। হরিহরপাড়া হাইস্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে হাসনাতুল আরফিন, তাঁর প্রাপ্ত নম্বর ৬৪৪। রুকুনপুর হাইস্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে ফারহা বিশ্বাস, সে পেয়েছে ৬২৫ নম্বর।

Hariharpara Madhyamik Result হরিহরপাড়া হাইস্কুলে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মোট ৩০২ জন ছাত্র-ছাত্রী, যার মধ্যে ২৮৩ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। স্কুলের মোট পাশের হার ৯৪ %। ফলাফল নিয়ে স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শ্বাসমল জানান, এবছর আশানারুপ ফলাফল হয়নি। সামনে বছর ভালো ফলের আশা রয়েছে।