Hariharpara বিয়ের মাত্র ন’মাসের মাথায় এ কী পরিণতি গৃহবধূর!

Published By: Imagine Desk | Published On:

Hariharpara  মাত্র ন’মাস আগে দেখাশোনা করে বিয়ে হয়। কিন্তু বিয়ের বছর না ঘুরতেই ঘটে গেল চরম পরিণতি। হরিহরপাড়ার গোবিন্দপুর এলাকায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই সাংসারিক অশান্তি লেগেই ছিল। বধূর গায়ের রঙ নিয়েও নানা ভাবে জ্বালা যন্ত্রণার শিকার হতে হয়েছে বলেই অভিযোগ।

Hariharpara  পরিবার সূত্রে জানা গিয়েছে-

Hariharpara  সাগরদীঘির মোড় গ্রামের বাসিন্দা রিয়া মালের বিয়ে হয় হরিহরপাড়ার গোবিন্দপুরে এক ব্যক্তির সাথে। ঐ ব্যক্তির প্রথম বিয়ে না টেকায় দ্বিতীয় বার বিয়ে করেন।

Hariharpara  পরিবারের দাবি-

Hariharpara  বৃহস্পতিবার ভোর রাতে ফোন করে খবর দেওয়া হয় মেয়ে অসুস্থ। পরিবারের লোকজন শ্বশুর বাড়িতে এসে দেখেন মেয়ের মৃতদেহ। ততক্ষণে পালিয়েছে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা।

Hariharpara  কী অভিযোগ-

Hariharpara  মৃতের পরিবারের দাবি, আত্মহত্যা নয় শ্বাসরোধ করে খুন করা হয়েছে বধূকে। হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। মৃতের মা বিরাজ মাল জানান, দেখাশোনা করেই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। জামাই ডিভোর্সি। মেয়ের গায়ের রঙ নিয়ে অশান্তি হত।

Hariharpara  পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।