Hailstorm in Kandi চৈত্র মাসের গরমের মাঝেই মুর্শিদাবাদের Murshidabad কান্দি এলাকায় হঠাৎ করে ঘটে গেল শিলা বৃষ্টি, যা তীব্র গরমের মাঝে এনে দিল কিছুটা স্বস্তি। রবিবার বিকেল ৫ টার দিকে শুরু হওয়া এই শিলা বৃষ্টিতে গ্রামের মানুষজন অবাক হলেও খুশি হয়েছেন।
দুপুরে কান্দিতে তাপমাত্রা Temperature ছিল অস্বাভাবিকভাবে বেশি, গরমে মানুষজন কষ্টে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ করে কালো মেঘ জমে যায় আকাশে, এবং মুহূর্তের মধ্যে বৃষ্টির সাথে শুরু হয় শিলা বৃষ্টি। ছোট ছোট বরফের মতো শিলাগুলো আকাশ থেকে পড়তে থাকে, যা দেখতে খুবই অদ্ভুত ও রোমাঞ্চকর ছিল।
কান্দির বাসিন্দা সুমতি ঘোষ বলেন, “তীব্র গরমে কষ্টে ছিলাম। হঠাৎ শিলা বৃষ্টি হয়ে যায়, যা আমাদের জন্য একপ্রকার আরাম। তবে শিলাগুলো কিছুটা বড় ছিল, তাই সাবধানে থাকতে হয়েছে।”
শিলা বৃষ্টি কয়েক মিনিট ধরে চলতে থাকে, তারপর ধীরে ধীরে তা থামে। ঠান্ডা পরিবেশ তৈরি করে। শিলা বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হতে পারে বলে কৃষকরা উদ্বিগ্ন হলেও গরমের থেকে পাওয়া আরামকে স্বাগত জানিয়েছেন।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই শিলা বৃষ্টি ছিল অপ্রত্যাশিত একটি ঘটনার ফলাফল, যা তীব্র গরমের কারণে সৃষ্ট বায়ুমণ্ডলীয় অস্থিতিশীলতার কারণে হয়েছিল। কৃষক অনিল সাহা বলেন, “গরমের কষ্টে শিলা বৃষ্টি আমাদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে। তবে ফসলের জন্য এ ধরনের বৃষ্টি ভালো নয়, কারণ বড় শিলা ফসলের ক্ষতি করতে পারে।”