Gurudongmar Lake গুরুদংমার ছাড়পত্র দিল সিকিম SIKKIM, কবে থেকে মিলছে পারমিট?

Published By: Imagine Desk | Published On:

Gurudongmar Lake গত ২০ শে ডিসেম্বর থেকে বন্ধ হয়ে গিয়েছিল গুরুদংমার Gurudongmar Lake যাওয়ার রাস্তা। কবে খুলবে রাস্তা, কবে মিলবে পারমিট? যা নিয়ে কৌতূহলের শেষ ছিল না পর্যটকদের মধ্যে। এবার এল সুখবর। জানা গেল, কবে থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে গুরুদংমা লেকে যাওয়ার রাস্তা!

Gurudongmar Lake গত শুক্রবার অর্থাৎ ২৭ শে ডিসেম্বর থেকে আবার পর্যটকদের জন্য লাচেন যাওয়ার ছাড়পত্র clearance বিতরণ করতে শুরু করেছে সিকিম সরকার  Government of Sikkim । লাচেন থেকে গুরুদংমার যাওয়ার জন্য আলাদা করে কোনও ছাড়পত্রের প্রয়োজন হয় না। আবহাওয়া Weather গাড়ি চলাচলের জন্য প্রতিকূল না থাকলে লাচেন থেকে সহজেই ঘুরে আসা যায় গুরুদংমার লেক।

Gurudongmar Lake
Gurudongmar Lake

Gurudongmar Lake ইতিমধ্যে ওই পথে পর্যটকদের যাওয়ার জন্য ছাড়পত্রও বিতরণ করতে শুরু করেছে সিকিমের পর্যটন এবং অসামরিক বিমান পরিবহণ দফতর Sikkim Tourism। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ১০০ ফুট উঁচুতে অবস্থিত গুরুদংমার লেক সিকিমে যাওয়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় একটি জায়গা। বর্ষশেষ এবং বর্ষবরণের মাঝের ছুটির দিনগুলিতে প্রচুর পর্যটক tourists সিকিমের পাহাড়ে ঘুরতে যাচ্ছেন। তাঁদের জন্য সিকিম সরকার এ বার গুরুদংমারের দিকে যাওয়ার রাস্তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Gurudongmar Lake উত্তর সিকিমে North Sikkim অবস্থিত এই গুরুদংমার লেকে পর্যটকদের ঘুরতে যাওয়ার জন্য একটিই রাস্তা রয়েছে। গ্যাংটক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে ৮ হাজার ৮০০ ফুট উঁচুতে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম লাচেন। এই লাচেন হয়েই পর্যটকদের গুরুদংমারের দিকে যেতে হয়। লাচেন থেকে প্রায় ৬৪ কিমি দূরে গুরুদংমার লেক।