Gharial Murshidabad ভরতপুরের জোড়িগাছি গ্রামের বাবলা নদীতে কয়েক দিন ধরে ছড়িয়ে ছিল কুমিরের আতঙ্ক। নদীতে নামতে ভয় পাচ্ছিলেন গ্রামের অনেকেই, কারণ অদ্ভুতভাবে একটি বিশাল প্রাণীকে দেখা গিয়েছিল জলে । তবে রবিবার সকালে জানা যায়, সেই প্রাণী আসলে কুমির নয়, বরং একটি ঘরিয়াল।
ঘরিয়াল একটি বিপন্ন প্রজাতির জলজ সরীসৃপ, যা প্রধানত মাছ খেয়ে বাঁচে। এটির লম্বা, সরু থুঁতনি এবং তীক্ষ্ণ দাঁত এটিকে সহজেই কুমির থেকে আলাদা করে তোলে। ঘরিয়ালের শরীরের দৈর্ঘ্য প্রায় ১২-১৫ ফুট পর্যন্ত হতে পারে, আর এর ত্বক সাধারণত ধূসর-সবুজ রঙের হয়, যা পানির সাথে সহজেই মিশে যায়।
জোড়িগাছি গ্রামের বাসিন্দা তহিজুদ্দিন সেখ বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম এটা কুমির, তাই নদীতে নামতে ভয় পাচ্ছিলাম। পরে দেখা গেল, এটা ঘরিয়াল, যা খুবই বিরল।”
বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে ঘরিয়ালটিকে উদ্ধার করে। বিশেষজ্ঞদের মতে, ঘরিয়াল সাধারণত মানুষের জন্য হুমকিস্বরূপ নয়, কারণ এটি মাছ খেতে পছন্দ করে এবং মানুষের ওপর আক্রমণ করে না। ঘরিয়াল একটি বিপন্ন প্রজাতি, তাই এটিকে নিরাপদে রাখা আমাদের দায়িত্ব। এরা সাধারণত নদী বা পুকুরে থাকে।
এ