Farakka News রাতের ফরাক্কায় কীসের ছক? পুলিশের জালে কারা?

Published By: Imagine Desk | Published On:

Farakka News  একের পর এক ঘটনা ঘটছেই ফরাক্কায়। এবার ঘটনা রাতের অন্ধকারে। শীতের রাতে সুনসান এলাকায় ঘোরাঘুরি করছিল কারা? ছিল ডাকাতির ছক? যে ছক ভেস্তে দিল পুলিশ। আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ফরাক্কা থানার পুলিশের জালে তিন যুবক। ডাকাতির উদ্দ্যেশই ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Farakka News কী জানা যায়-

Farakka Newsপুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ফরাক্কার অর্জুনপুর এলাকায় সন্দেহজনকভাবে তিনজনকে ঘুরাঘুরি করতে দেখা যায়। সন্দেহভাজন তিনজনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কথাবার্তায় অসংগতি পেয়ে আটক করা হয় তিজনকেই। এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি সেভেন এমএমপিস্তল ও এক রাউন্ড কার্তুজ। ধৃতদের নাম রাজা দাস, সোমনাথ সাহা ও সনু মহলদার।

Farakka News ধৃতদের বাড়ি কোথায়?

তিনজনেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা বলে ফরাক্কা থানা সূত্রে জানা যায়। বুধবার ধৃত তিনজনকে জঙ্গিপুর কোর্টে পাঠায় ফরাক্কা থানা। সামসেরগঞ্জের তিন যুবকের আসল রহস্য কী? ডাকাতির ছক ছিল ? না অন্য কোন মতলব? ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তে ফরাক্কা থানার পুলিশ।