Farakka News স্টেশনের নির্মীয়মাণ বিল্ডিং এর ভেতরে এ কী ঘটল!

Published By: Imagine Desk | Published On:

Farakka News দেওয়াল ঘেঁষে পড়ে আছে পচাগলা দেহ, চারিদিকে পোকা থিক থিক করছে। ভয়ঙ্কর দৃশ্য দেখে গায়ে কাটা দিল অনেকেরই। নিউ ফারাক্কা স্টেশনের নির্মীয়মাণ বিল্ডিং এর এক কোণে এই দৃশ্য দেখে চমকে উঠলেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকায়। দুর্গন্ধে ভরে যায় এলাকা। কিনারা পেতেই চারদিকে চোখ মেলে দেখতেই স্থানীয় ক জনের নজরে আসে এই ঘটনা। আর তারপরেই  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফজিআরপি

Farakka News নির্মীয়মাণ বিল্ডিং এর ভেতরে এই ঘটনায় কার্যত উৎকণ্ঠায় স্থানীয় বাসিন্দারা। কেউ কেউ অনুমান করছেন, সপ্তাহ খানেক আগেই এই ঘটনা ঘটেছে, তা না হলে মৃতদেহের এই অবস্থা হত না। কেউ আবার বলেন, দেখে মনে হচ্ছে পুড়ে যাওয়া দেহ,  দেহে পোকাদের বাসা। অত্যন্ত উদ্বেগের এই ঘটনা। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল! তা নিয়েও উঠছে প্রশ্ন।

Farakka News ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। কীভাবে ঐ জায়গায় এই ঘটনা ঘটল! তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ফারাক্কা থানা ও রেল পুলিশ।