Farakka MLA Cup কলকাতাকে টপকে সেরা জঙ্গিপুর, ফুটবল টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা ফারাক্কায়

Published By: Imagine Desk | Published On:

Farakka MLA Cup  চারদিনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পর্ব ঘিরে উন্মাদনা ফারাক্কায়। ২৪ শে ডিসেম্বর থেকে শুরু হয় ফারাক্কা এমএলএ কাপ। ২৮শে ডিসেম্বর শনিবার হল ফাইনাল। ফারাক্কা নুরুল হাসান কলেজ ময়দানে আটটি দল নিয়ে এমএলএ কাপ ফুটবল শুরু হয়েছিল। ফাইনাল পর্বে মুখোমুখি হয় জঙ্গিপুর একাদশ vs এসকেএস ক্যালকাটা। খেলা শুরুর প্রথম থেকেই হয় হাড্ডাহাড্ডি লড়াই। ৪-৩ গোলের ব্যবধানে কলকাতাকে হারিয়ে জয়ী হয় জঙ্গিপুর একাদশ। জয়ী টিমকে ট্রফি ও ১ লাখ টাকা চেক তুলে দেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম।

Farakka MLA Cup বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ” চারদিন ধরে খেলা দেখেছেন ফারাক্কার মানুষ। উপভোগ করেছেন। সম্পূর্ণ কৃতিত্ব ফারাক্কাবাসীর।”

Farakka MLA Cup এবছর দ্বিতীয় বর্ষে পা দিয়েছে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট। দুই দলের মধ্যেই নাজেরিয়ান প্লেয়ার কে দেখা যায়। খেলা দেখতে দর্শকদের ভিড় উপচে পড়ে মাঠে। খেলা শেষে জঙ্গিপুর জয়ী হওয়ায় উন্মদনা আরও দ্বিগুণ বাড়ে দর্শকদের মধ্যে। ফাইনাল পর্বে খেলা দেখতে ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রশাসনিক কর্তা ব্যক্তি, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ।