Farakka গঙ্গার জলে ভেসে উঠছে এ কী! যা দেখে চমকে উঠলেন গ্রামবাসীরা। আশঙ্কাই হল সত্যি। জলে মরা মাছ ভাসতে দেখে আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। মুর্শিদাবাদের ফারাক্কায় গঙ্গার ডাউনস্ট্রিম এলাকায় মরা মাছ ভেসে উঠতে দেখা দেওয়ায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেন স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর দরবারেও পাঠানো হয় চিঠি। চিঠিতে গ্রামবাসীদের অভিযোগ, ফারাক্কা ব্যারেজের ডাউন স্ট্রিমে গঙ্গা নদীতে মাছ ধরার জন্য কিছু মৎসজীবীর বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগের ফলে বিপুল সংখ্যক প্রজাতির মাছ ও সেই সঙ্গে একটি মৃত শুশুক ভেসে ওঠার ঘটনায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণ জরুরি। স্থানীয় বাসিন্দাদের অনুমান, গঙ্গার জলে কেউ ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করছে, যাতে মাছ মারা যায়। পরে রাতের অন্ধকারে সেই মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করা হচ্ছে। যদিও এখনো এর সত্যতা যাচাই হয়নি, তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Farakka বিষয়টি জানানো হয় খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষকে। অভিযোগ শুনেই তিনি বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেন। বাবলু ঘোষ জানান, গঙ্গার জল শুধু মাছের জন্য নয়, সাধারণ মানুষও এটি ব্যবহার করেন। যদি মরা মাছ বাজারে ছড়িয়ে পড়ে, তাহলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই তিনি প্রথমে মৎস্যজীবী দপ্তরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন এবং সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর সেখান থেকে বেরিয়ে ফরাক্কা বিডিও অফিসে গিয়ে আরও একটি স্মারকলিপি প্রদান করেন।
Farakka স্থানীয় মৎস্যজীবীরা জানান, তাদের জীবনধারণের একমাত্র উপায় মাছ ধরা। যদি এই চোরাকারবার চলতে থাকে, তাহলে রুটি-রুজি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সাধারণ মানুষেরও ক্ষতি হতে পারে, কারণ বিষপ্রয়োগে মারা যাওয়া মাছ যদি বাজারে বিক্রি হয়, তা মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ানক বিপদ ডেকে আনবে।
Farakka এলাকাবাসীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তারা চান, এই চোরাকারবারি চক্রকে চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে গঙ্গার পরিবেশ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষা পায়।
Farakka ফারাক্কা ব্লক প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।