Fake Note আবারও সামশেরগঞ্জ? কোথা থেকে আসছে জালনোট?

Published By: Imagine Desk | Published On:

Fake Note দিন কয়েকের ব্যবধান। এর মধ্যেই একই জায়গা থেকে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট। কোথা থেকে আসছে এই জাল নোট? কতদূর ছড়িয়ে জাল নোটের এই জাল? আবারও সামসেরগঞ্জে জাল নোট উদ্ধার হওয়ার পরে উঠছে এই প্রশ্ন। ইতিমধ্যেই জাল নোট কাণ্ডে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকার জালনোট।

Fake Note পুলিশ সূত্রে জানা যায়-

Fake Note  গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় সামসেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২ লক্ষ টাকার জালনোট। আরও জানা গিয়েছে, ধৃত খালেক শেখ এবং শরীফ শেখ মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া নোটগুলি সবই ৫০০ টাকার। এই জালনোট কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে বৃহস্পতিবার দুজনকে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ। উল্লেখ্য, এই একই এলাকা থেকে গত বৃহস্পতিবারও ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার করেছিল পুলিশ।