ED Raid Murshidabad বৃহস্পতিবার সাত সকালে ইডি-র Enforcement Directorate (ED) হানা মুর্শিদাবাদের বড়ঞায়। বড়ঞা থানার অন্তর্গত ডাকবাংলায় একটি দোকেন এবং নিমা গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকেই শুরু হয় ইডির তল্লাশি। পাহারায় থাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানওরা। পুলিশের কনভয়, কেন্দ্রীয় বাহিনীর Central Force উপস্থিতিতে আচমকা অভিযান ঘিরে অস্বস্তিতে পরেন স্থানীয় মানুষজন।
ED Raid Murshidabad কেন ইডি -র হানা?
ED Raid Murshidabad বড়ঞায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চলে। প্রায় ৭ ঘণ্টা পর সেই রহস্যময় বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকেরা। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ইডি তল্লাশি শুরু হয় নিমা গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে। এদিন বিকেল ৫ টার সময় কেন্দ্রীয় বাহিনীর পাহারায় বেড়িয়ে যান আধিকারিকেরা।
ED Raid Murshidabad ব্যবসায়ী বাড়ি কেন?
ED Raid Murshidabad স্থানীয় সূত্রে জানা গিয়েছে- অনলাইনে ট্রেন এবং ফ্লাইট টিকিট বুকিং এর ট্যুর এন্ড ট্র্যাভেল দোকানে অভিযান চলে প্রথমে। পরে নিমা গ্রামে সেই দোকানের মালিক ব্যবসায়ী রাহি সেখ ওরফে রাহাতুল্লা সেখের বাড়িতে সকাল ১০টা নাগাদ পৌঁছয় ইডি প্রতিনিধিরা। এদিন বিকেল ৫টা পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন ইডি আধিকারিকেরা। এরপর তারা বাড়ি থেকে বেড়িয়ে যান। সুত্রের খবর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গিয়েছেন তারা। কিন্তু ঠিক কীসের তদন্তে এই ইডি হানা– যে কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। এলাকাবাসী এমনকি পরিবারের লোকও মুখে কুলুপ আঁটেন। পরবর্তীতে ফের কি ইডি-হানা দেবে? উদ্ঘাটন হবে রহস্যের? বাড়ছে জল্পনা।