Drama Festival আলকাপ, মূকাভিনয় থেকে বাউল- জাতীয় অন্তরঙ্গ নাট্যোৎসবে সংস্কৃতির বন্ধন

Published By: Imagine Desk | Published On:

Drama Festival নাট্য চর্চাকে সর্ব সাধারনের মধ্যে পৌঁছে দিতে আয়োজন নাটকের উৎসবের। নাট্য প্রাঙ্গণে নাট্য প্রেমীরা এলেন। দেখলেন বিভিন্ন নাট্যদলের পরিবেশনা। এভাবেই ৭ম বর্ষে পা দিল জাতীয় অন্তরঙ্গ নাট্যোৎসব। বহরমপুরের ধোপঘাটিতে তিনদিনের এই নাট্যোৎসবের আয়োজন বহরমপুর রণ নাট্য সংস্থার। প্রতি বছরই ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরুতে নাট্যোৎসবের আয়োজন করে থাকে এই নাট্য সংস্থা। এবছরও যার ব্যক্তিক্রম হল না।

মঞ্চে সঙ্গীত পরিবেশনা

Drama Festival  এবছর জাতীয় অন্তরঙ্গ নাট্যোৎসবে নতুন কী?

Drama Festival  স্থানীয় দলগুলির সঙ্গীত পরিবেশনার সাথেই কলকাতার দুটি দল নাটক পরিবেশ ন করে। উৎসবের প্রথম দিনে রণ এর নিজস্ব প্রযোজনাও মঞ্চস্থ হয়। নাটকের সাথেই আলকাপ, আকর্ষণ বাড়ায় মূকাভিনয়, বাউল গান। সংস্কৃতির নানান দিককে এক সুতোয় বেঁধে উৎসবে মেতে উঠলেন সংস্কৃতি প্রেমী মানুষজন।

নাটকের দৃশ্য

Drama Festival   রণের সদস্য জানান-

Drama Festival রণের সদস্য রিতেশ কুমার সরকার জানান, স্থানীয় অনেকেই আছেন যারা সবসময় রবীন্দ্রসদনে দিয়ে নাটক দেখার সুযোগ পান না। নাট্যচর্চার সাথে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পান না। এই উৎসব তাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে একই সাথে বিভিন্ন নাট্য দল, নাট্য প্রেমীদের আমন্ত্রণ জানানো হয় নাট্য প্রাঙ্গণে আসার জন্য। নাটকের সাথেই গান, নৃত্য পরিবেশনা, লোক শিল্পীদের গান পরিবেশিত হয়।